সেই শহস্রকাল পূর্বের ইতিহাস
যখন মানুষের গুহায় বাস
কে যে প্রথম অগ্নিউদ্ভাবক, তাহা ঠাহর করিতে পারিবনা বটে
সেই থেকে ঘুছেছে অন্ধকার, মশাল ধরেছে বাটে বাটে।
এখন দরকার খাদ্য-বস্ত্র, বাকল পরিধানে কি চলে?
শুরু হল চাষাবাদ, লাঙ্গল তুলিল কৃষাণ দলে দলে।
এখন মানুষ লিখতে শিখেছে, ধরেছে কলম হাতে
শিখেছে মিথ্যা বলা, শিখেছে থাবা বসানো আবালের পাতে।
মানুষ এখন স্যুট- টাইতে সাহেব হল সহষা
আমজনতারা আমলার উপর করতে শিখেছে ভরষা।
সেই যে গুহার মানুষ ভাগ হয়েছে দলে দলে
কেউ বা আমির আর কেউ বা ফকির বললেই চলে।
যারা দিচ্ছে চাহিদার যোগান; তারাই নাকি মিছকিন-আম
সাহেব বিবিরা বলে এবার, ছি! ছি! কেমনে হয় এক সাথে ধাম?
শুরু হল ভাগ শহর-গ্রাম, লোকালয় পল্লী, পাড়া
অর্ধোলঙ্গ মানুষ জাতির মনে সভ্যতার আধুনিকতার সাড়া।
রাত বেরাতে ডিস্কো-পার্টি শরাব করিছে পান-
এসব নাকি মডার্ন যুগের অংশবিশেষ, এসবেই সম্মান।