অতঃপর আমি নির্বাক ,
তব মায়াভরা হৃদের কিনারে
ঠাই মিলাইবার তরে-
লক্ষ মাইল করিয়াছি জয়
কত শহস্র পদাচরণ পিছনে করিয়া পার
কত গঞ্জনা, কত ব্যার্থ পথিকের গল্পকথা
তবুও চলেছি , সংকল্প শুধুই প্রেমের পূর্ণতা।
কত সূর্য ডুবিয়েছি তাহা কেবল সৃষ্টিকর্তার জ্ঞাতার্থে রহে
আজি সহস্র কাল পেরিয়ে তোমার সম্মুখে
তবু তুমি একবারও চাহিলেনা মোর পানে-
ভেবেছিলুম সুধাইবে- ‍"খুব পরিশ্রান্ত লাগছে, জল দিব কি?"
কিন্তু তা করিলেনা বরং বিদ্রুপ হাসিতে উল্টো পথে যাত্রা শুরু করিলে।
আমি সত্যিই পরিশ্রান্ত,
তোমার আচঁলের হাওয়ায় চোখ বুজিতে পারিলাম না।
আমি পিছু ডাকিয়াছিলাম তোমায়।
কিন্তু শতকালের জমানো ক্রোদ তোমার মুখস্পটে ।
আমি চাহিয়া খানিক অবাক!
অতঃপর আমি নির্বাক।।