সেই প্রথম ভোর,
স্নিগ্ধ বিকেল, মাঝে ক্লান্ত দুপুর ।
অদৃশ্য সব ভালোলাগা ছিল-
সবি তোমায় ঘিরে।
জীবন টা জীবনের মতই চলুক
কিন্তু না, সময়ের ব্যবধান—
সে তোমাকে অগ্রাহ্য করিছে,
আমি দেখছি আর ঠাই দাড়িয়েই দেখছি ।
ভাবলাম এসব নিয়তির অংশ বটে,
আমারি বা কি করার ছিল ।
কিন্তু না, সময়ের ব্যবধান—
সেদিন আমার করার ছিল,
কিছুই করিনি।  আমি কিছুই করিনি।
কারণ স্বার্থ রক্ষার যুদ্ধে
পরাজিত হওয়ার ভয়ে.....
আজ সত্যিই স্বার্থ যুদ্ধে আমি পরাজিত ।
আমি উতকন্ঠা পাখির মত ডানা ঝাপটে যাচ্ছি,
হৃদয়ের অব্যক্ত কথাগুলো বলতে পারছি না।
ভাবছো, আমার বুঝি আর কিছুই অবশিষ্ট রইল না?
কিন্তু না,সময়ের ব্যবধানে—
আজো রয়ে গেল তোমার দেয়া স্মৃতিগুলো,
যা আজকাল রোজই তোকার অস্থিত্ব খুজে যায়।
চাদ হীন রাতের আকাশ বড়ই বেমানান।
অপেক্ষার প্রহর বুঝি শেষ হতেই চাই না।