বাবা আমার অন্ধ, না দেখে কিছু
গ্যালারিতে বসে তবু, করতালে রয়
ছেলে আমার ভালই খেলিছে
সার্থক আমি, আমার পরিশ্রম আজ বৃথা নয় ।
খেলা শেষে বলিতাম মিছে ,
বাবা, আজ বিজয় আমি আনিয়াছি ছিনে-
এ জয় তব বটে,
কেমনে পারিতাম বল তুমি বিনে?
শুনে, বাবা অামার আনন্দে আটখানা।
দেখিস বাপ, একদিন তুই হবি দশের এক
স্যলুট করিবে সবে, শুধুই অামি দেখিবনা।
আজ বাবা আমার নেই সাথে-
দেখিছে উপর হতে সব।
ভালো খেলিতেই হবে না হয়-
কি বলিব তারে, বিফল হবে এতদিনের মিছে রব।
এই কেমন আবেগ, জানিনে মাঠে নেমে-
অশ্রুজল বেয়ে পড়িল মাঠে, বোধহয় আমি এবার গেলাম হারি।
প্রথম বলে ছয় আর পরের তিন তিনটে বাউন্ডারি ।
বাবার কথা আজ সত্যি হল- আমি দশের এক
এই আমার বিজয় শুধু বাবার প্রতি-
ভালোবাসা আর জন্মান্তরের জমানো আবেগ।


সফলতার জন্য সবসময় তিনটে জিনিসই দরকার-
আবেগ, ভালোবাসা আর পরিশ্রম।