এই কথা তো সেই কথা নয়
যেই কথাটি মন বলতে চায়
একথা আর সে কথার ভিড়ে
আসল কথাটি ভিড়ে না তীরে
ঢেউয়ের ভাঁজে হারিয়ে যায়।
এই কথা তো সেই কথা নয়
যেই কথাটি মন বলতে চায়
একথা আর সে কথার ভিড়ে
আসল কথাটি ভিড়ে না তীরে
ঢেউয়ের ভাঁজে হারিয়ে যায়।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২১টি মন্তব্য এসেছে।
আরে বাঃ
এই স্টাইলের কবিতার একটা নাম থাকা উচিত...
অল্প কথায় অনেক কথা বল...... অসাধারন আজাদ ভাই।
সেই কথাটা পেয়েছি খুঁজে
কবিতাটা লিখেছ সেটাই বুঝে।
Chottor upor besh bhalo..
ছোট হলেও লুকানো বিশাল গভীরতা ।
ধন্যবাদ রাসেল ভাই।
সময়ের সাড়িতে আজ আর জায়গা নাই।
--বেশ লাগলো ছোট্ট আয়োজন।--
সাইদুর ভাই
লিমেরিক তো তাই
বাড়ানোর জো নাই।
আপনার পাতায় যাই
আরেকটু বড় হলে
মনটা ভরতো।
আমার কবিতটিও
পড়ুন।
মহারজ এবং পৌষের কোকিলকে ধন্যবাদ জানাই
একটা গল্পে হাত দিয়েছি তাই।
কয়েকদিন ছোট দিয়েই চালাতে চাই।
এমনিতেই সময়ের যে অভাব ভাই।
Choto holeo besh. Alam da pashe theko go.
chuto holeo besh bastob...amar patay asben...
ধন্যবাদ, সুদীপ তন্তবায়
তোমার পাতায় যাই তো প্রায়
Na bola khota .. Roya jai mone !
Khubi valo laglo dada.
Amar patai ekbar asun, nimontron roilo, vulben na jano !
ধন্যবাদ নির্ঝর
আসল কথা হল...।
আর বলা হল না
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.