এ পথে না আসলে
বুঝতাম না তোমায়।
যে পথে ছিলাম
হারাতাম না আমায়.....


এ ধাঁধার জালে,
ছলনার ভীরে খুঁজছি আমায়,
কে আমি?
বেরোনোর সব পথে তালা ঝুলিয়ে
মজা পাচ্ছো তুমি.....


তবুও আমার আমি কে
খোঁজে নেবো আবার।
আজ সত্তাকে বাঁচতে
করবো সব সাবাড়.....


আমি দেখতে চাই,
বুঝতে চাই তোমার ছলনা।
যে মায়ায় জড়িয়ে রাখো
অবচেতনে বিষে ঢেলে দাও
হাজারো ভাবনায়.....


জানি বুঝো নি কিছুই,
অনলাইন-অফলাইনের এ দুনিয়া।
কতো আড্ডা, কতো প্রেমের ঘ্রাণ,
নিয়েছো কেড়ে সময়, শৈশবের প্রাণ
ডুবিয়েছো জীবনের ছুটন্ত সাম্পান.....


তুমি বিশ্বগ্রাম,
তুমি প্রযুক্তিতে ভর করে,
বিস্তৃত পৃথিবীকে করেছো মুঠোয়।
তবুও আবেগের দেয়াল টপকে
পারো নি গড়তে মানবতায়.....!!!