বিবর্তনে ধারাবাহিকতা পরিবর্তনশীল সব
সময়ের সাথে মানসী প্রিয়ার সরে যাওয়া
স্বার্থের কাছে পিতা-পুত্রের সম্পর্ক ক্ষীণ
কূল-বংশ সম্পদের পরিবর্তন
দৃষ্টি সীমার মধ্যেই জাজ্বল্যমান॥


ধ্বংসের পরও যুগ যুগ থাকে টিকে অস্তিত্ব
বীর্য থেকে জন্মে নতুন জীব
পাঁজরের মাঝে মিশে থাকা ব্যথা
সামান্য আঘাতে তীব্র হয়ে ওঠে
অব্যবহিত থাকে এই ধারাবাহিকতা॥


বিলীন হয় প্রতিদিন নিজস্ব নিয়ম
গত দিনের দেখা স্বপ্ন চিন্তা গুলোর
একটা একটা করে ঝড়ে পেকে যাওয়া ফল
আপন গতিতে সৃষ্টি
নির্ধারিত সময়ে রুপান্তর ॥