সূর্যের সকাল নির্মল অমলিন
কর্তার বিভৎস চিৎকার প্রয়োজন গাছে খুটি
তির্যক হতে থাকে সূর্য দিবস।
আঘাত করে পাঁজরে ভাঙ্গে ভাঁজ মরমর
দাদনের টাকার মতই বর্ধিত সে শব্দ
উচ্চতর হতে উচ্চে কণ্ঠস্বর।


হাতকড়া হয়ে দাঁড়ায় শাসনের বেড়ি
ফরমায়েস স্তব্ধ করে স্বতন্ত্র স্বাধীনতা
ফাটল উপস্থিত হয় হৃদয় বৃত্তে।


নৈতিকতা হারায় তীব্র ব্যক্তি জিদে
অস্তগামী সব সম্পর্কের সূর্য
ক্ষয়িষ্ণু সত্ত্বা শেষ- বিচ্ছিন্ন শিকড়