বিশ্ব বাজার অর্থনীতির চাপে


সামনের মাস থেকে চাকরি থাকছে না


এটা নিশ্চিত হওয়া গেছে


শত শত মানুষকে কাজ দেয়া আমার কাজ থাকবে না


ভাবলে কেমন জানি লাগে কিন্তু কিছু করার নাই


যা জমানো আছে তা দিয়ে হয়তো চলে যাবে কিছুদিন


দিন শেষে বেকার, বাণিজ্যিক মূল্যহীন


১২বছরের ক্যারিয়ার দাম থাকলে থাকলে থাকতেও পারে


সে ভিন্নমত, ভিন্নপথ, ব্যাখ্যা সময় সাপেক্ষ


জীবনের মানে কী একটা চাকরি জীবনের সব


অভিধানে অর্থ সন্ধান নিরর্থক, চাকরি দিন


বেতন যাতা হলেও চলবে, কাজ দিন যেকোনো কাজ


কাজে সন্মান যায় না সেতো বিকায় আলস্যে ।