বিস্তৃত ছলনার মায়া দশদিক পরিব্যপ্ত
অগ্নিময় জীবন দাবানলে সমাজ জ্বালছে অনন্ত
ঘটা করে জানাল প্রেমের বন্ধন বাহুময়
অন্তরে অতৃপ্ত নশ্বর হৃদয় নিভৃতে অন্যে পায়
কৌশল দীপ্তপূর্ণ নাটকীত্ব ভুলায় সর্বক্ষণ
বদলে নিয়ে অবস্থার প্রেক্ষিত প্রয়োজন যেমন যখন
রক্তজবা শ্রাবণের বৃষ্টিতে ভেজা বর্ণিল জীবনের আভরণ
বিরহিনী অশান্ত আবেগে আপ্লুত থাকে ক্ষিপ্ত অকারণ
প্রতারণায় প্রতারিত হয়ে খুশি নিরেট বাস্তব বুঝে
মিথ্যার মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলে সত্যেরে তারা খোঁজে
অন্ধকারে হাতরে আলো থেকে ঘোরে জীবন কোরে পার
জাতি যখন বিপদগ্রস্ত একলা কবি কিভাবে হয় উদ্ধার ।


নিয়ম নিষ্ঠার তোয়াক্কা হয় না অশ্রদ্ধায় বিপন্ন মানবতা
মস্তিস্কে রক্তক্ষরণ বেঁচে থাকাই মরণ বিলুপ্ত সভ্যতা ।