প্রাণ-মন-দেহ দিয়ে ভালবাসলাম  
ঘাড়ে চাপল কলঙ্ক
পরিপূর্ণতায় কলঙ্ক আছে
কলঙ্ক হয় না অর্ধেক চাঁদে
কলঙ্ক হয় পরিপূর্ণ চাঁদ আর পরিপূর্ণ ভালবাসায় ।


কানায় কানায় পূর্ণ পুকুর বর্ষাকাল
বসন্তের আগমন ঘটে পূর্ণ যৌবন
নিম্নাঞ্চল প্লাবিত করে উজানের জল
পূর্ণতার প্রাপ্তলীলা প্রকৃতির কলঙ্ক
কলঙ্ক হয় পরিপূর্ণ চাঁদ আর পরিপূর্ণ ভালবাসায় ।


অপরিপক্ক গাছের কাঠে ধরে ঘুণ
যত্নহীন বইয়ের স্তুপে বাঁধে বাসা উই
কাঁচা ফল পরে বিক্ষিপ্ত ঝরে
অকলঙ্ক ভালবাসাই তার অপমৃত্যু
কলঙ্ক হয় পরিপূর্ণ চাঁদ আর পরিপূর্ণ ভালবাসায় ।