আমি যদি পাখি হয়ে জন্মিতাম...
তাহলে হয়তো রোজ এতো বিষন্নতা ছুতো না আমায়!
মুক্ত আকাশে উড়তাম আমি মনের সুখে।


যদি আমি বৃক্ষ হয়ে জন্মিতাম...
তাহলে হয়তো রোজ কোনো বহু দূরগামী পথিকের হৃদয় জুড়াইতাম আমার ছায়ায়!


যদি আমি পদ্মা,মেঘনা কিংবা যমুনার মতো বিশাল কোনো নদী হতাম...
তাহলে হয়তো আমার স্রোতে ও ভাসতো কোনো ভেলা!
যে ভেলা স্রোতের অভাবে কোনোদিন ভাসে নি।


যদি হতাম পবিত্র গোলাপ কিংবা বিলের শাপলা...
তাহলে হয়তো পারতাম ধুলো পড়ে ক্ষীণ হওয়ার মতো কোনো সম্পর্ক কে আবারো সুন্দর করে সাজাতে!


কিন্তু আমি যে মানুষ!
আমি চাইলেই পারিনা পাখির মতো মুক্ত আকাশে উড়তে,
বৃক্ষের মতো ছায়া দিয়ে কোনো দুরন্ত পথিকের হৃদয় জুড়া তেও আমি পারিনা।
আমার স্রোত নেই বলে কোনো বিষন্ন বালক কিংবা বালিকার ভেলা ও আমি ভাসাতে পারিনা।
আমি যে মানুষ!