দুচোখের কর্নিয়া ঢেকে গেছে
যেন অজানা কোনো শাপে,
নিয়ে গেছে আমাদের সকল অধিকার
উড়ুক্কু এক সাপে ;
শেয়াল আর শকুনের দল বসে
আপোসের সংলাপে।


নিভুনিভু ঢঙএ বারান্দার কার্নিশে ঝুলছে একখানা আধবোজা চাঁদ,
প্রাচীন কৌশলে ধুরন্ধর মহাকাল
পেতেছে একোন ক্ষুধার ফাঁদ ;
আজ বনেদি মাংশাসীর দলও নিচ্ছে
আধখানা রুটির স্বাদ।