আগের ন্যায়


-// আজগর আলী//-


হয়তোবা আজ পাথরের আঙ্গিকে দাঁড়িয়ে রয়েছি অনন্যোপায় তুমি-আমি/সজ্জার অন্তরালে লুকিয়েছি সব সার/ এইসব চৈত্রালু দিন শেষ হবে একদিন/ কাঠপোকার ক্রমান্বয় চঞ্চুঘাতে ভেঙে যাবে আমাদের এ মেকি নীরবতা/ অতঃপর তোমার মসৃণ চোখের ভেতর হু হু করে ঢুকে যাবে অজস্র শোকমিছিল/ কান্নার সারাংশ উড়তে থাকবে আকাশের দ্রাঘিমায়/ জান্তব সময়ের উরু গলে উঁকি দেবে দুয়েকটি ছটফটে চড়ুই/ পর্বতশৃংঙ্গের মত আকাশ ছোঁবে জাগতিক লেনাদেনা/এসব বিক্ষিপ্ত দৃশ্যাবলী দেয়ালে সেঁটে রেখে / নিশ্চয় আমাদের দেখা হবে / কথা হবে / নিবিড় চোখাচোখিও হবে হয়তো / কিন্তু সবকিছু ছাপিয়ে একটি প্রমিত প্রশ্ন থেকেই যায়/ সেদিন তুমি কিংবা আমি/কেউ কি কাউকে শুধাবোনা!  ভালো বাসো কি আগের ন্যায়?