হয়তো এখানেই শুয়েছিলাম
মাটির সবুজ বুকে ধরে
টুপ করে পড়েছিলো দুফোটা  শিশিরবিন্দু দুনয়নের পরে-
এই সেই উত্তুরে হাওয়া
এই সে একাকী গান গাওয়া-
যারা এসেছিলো হিমালয়ের গাত্র ছুঁয়ে
খুঁজেছিলো পরিত্রাণ সবুজের দিকে নুয়ে-
তবুও হয়েছে দেখা
হাজারও জনের মাঝে তবু একা
হাজারজনে মিলে এক চাঁদ দেখা-


কখনও ভীষণ বিষম খায় ঘোর
অকপটে বেজে আসে জানালার দোর-


কখনও ধেয়ে আসে নির্জন প্রকৃতি শুষ্কতার ছায়া
এখানে হাজার বছর ধরে ঘুমায় তুলার পরে আদিম নক্ষত্রের মায়া-
এখানেই আমি  কিংবা আমার মত
কেউ!
শুনে যায় সাগরের প্রাচীন গর্জন গুনে
যায় জলাঙ্গীর ঢেউ-