ধরে নিন পৃথিবীর সবকিছু ওলটপালট
হয়ে যাবে,
অজ্ঞাতঅভিমানে নদীরা বইবে না সাগরের পানে
গতানুগতিক রাত পোহালেও;
স্নিগ্ধভোরেরা নেমে আসবে না আর পাখিদের কলতানে,
প্রাণের উচ্ছ্বাসে ফুলেরা ফুটবে না এখানেসেখানেওখানে.....
থেমে যাবে ঝাউপাতার গন্ধমাখা দখিনাবাতাস
নির্মলঅক্সিজেনের অভাবে পৃথিবীর বেড়ে যাবে ঊর্ধশ্বাস....


তবুও আমি বাঁচতে চাইবো.....
হ্যাঁ, তবুও আমি বাঁচতে চাইবো...পৃথিবীর বুকে
তপ্ত কিংবা অঙ্গার হলেও
এ ভূত্বক-কে বিছানা বানাবো
আগুনের হল্কা ঝরে পড়লেও
ঐ সীমানাহীন আকাশকে সামিয়ানা বানিয়ে শুয়ে থাকবো..
হ্যাঁ, আমি শুয়ে থাকবো এ পৃথিবীর বুকে...
কষ্টের নীলসরোবরে সাঁতরালেও,
গরলমাখা বিদঘুটে তরল আকণ্ঠ বিঁধলেও;
একটুও কাঁদবো না... হ্যাঁ আমি কাঁদবো না।
নিশ্চয়ই আমি হাসবো-- কেবল হাসবো...
কথা দিলাম
হ্যাঁ, আমি হাসবো কেবল বেঁচে থাকার সুখে....