#বিসর্জনের আগে কাব্যগ্রন্থের জন্য


(১) প্রিয়শোক


আজগর আলী


ভাবতেই সুখে চোখ বুজে আসে-
তুমি আমার - আমি তোমার
আসলে কেউ কারও নয়..


চোখ খুলতে চাই না আর
যতবার চোখ খুলি ততবার
তোমাকে হারাই-
হে প্রিয় শোক-
হোক অসুখ তবু
চোখ বুজেই কাটাতে চাই জনম সংসার
তোমাকে হারাতে চাই না আর!বারবার


#বিসর্জনের আগে কাব্যগ্রন্থের জন্য


(২) নস্টালজিক
আজগর আলী


হয়তো এ পাড়া এলে এখনও খুঁজো তালগাছ
জারুল অশ্বত্থ কিংবা বুড়ো বট আর
কিছু আছে- কিছু গেছে যার
খুঁজো পানকৌড়ি শালিক কইতর


হয়তোবা
কানপেতে দাও শুনতে ডাহুকীর গান
কোকিলের সাথেসাথে আওড়াতে চাও
তার কুহুকুহু তান


হয়তো খুঁজে ফেরো কোনো দীঘল সরু আলপথ
যেপথ গিয়ে থামতো আলবৎ ঠিক দীঘিঘাটে
কিংবা ঠা ঠা দুপুরের নির্জন কোনো মাঠে


রাখালিয়ার বাঁশীর সুরও
হয়তোবা খুঁজো আনমনে
যে আমি এ পাড়ার প্রতিটি গাছঘাসলতা
আর ধূলিকণাজলে
তোমার নামটি লিখেছি দুচোখের জলে
কখনো কি খুঁজেছো তাকে
আম-জাম কিংবা পাতা কুড়ানোর ছলে!