#বিসর্জনের আগে কাব্যগ্রন্থের জন্য


পাতাবাহার
আজগর আলী


হয়তোবা এ প্রিয়তমগ্রাম চেনাসব পথ
মাড়াবো না আর
হয়তো এখানকার মা-মাটি-জল
তুলে নিবে তার সকল অধিকার


মায়াঘেরা হিজলবিথী আর
তমালের দল- সকল দায়ভার
হয়তো ক্ষমা করে দিবে স্বমহিমায়,
সকলের ব্যক্তিগত কিছু ব্যথা থাকে
কী করে ভুলে থাকবো  হায়!
আমার একান্ত ব্যক্তিগত ব্যথা-
হলদেটে লাল সবুজাভ সে পাতাবাহার.....



#বিসর্জনের আগে কাব্যগ্রন্থের জন্য


ডালভাঙার শব্দ
আজগর আলী


দুচোখে জ্বলছে সবুজ বনানী
হৃদয়ে পুড়ছে নীল দাবদাহ......
কানেকানে বাজে ঝাউপাতার করুণ সুর স্লোগান
দূরান্তের বাগানে বিরহী ডাহুকী গাইছে-
পাতাঝরার গান
এখানেসেখানে ছড়িয়ে পড়ছে ধূসর শূন্যতা
কোথা নাই কেহ......


একটা পীতাভ ভয়ানক কুমকুম  
যেনো এক মৃত্যুপাখি
অদূরে অচেনা সুরে থেকেথেকে উঠছে ডাকি।
আরেকটা বিবাগী পাখি যেনো সুখঠোকরা
হৃয়দের কার্নিশে ঠুকছে ভীষণ বিমর্ষ আনকোরা...
ইথারে ভেসে আসে একটা ডালভাঙার নিখুঁত শব্দ
ধ্যান ভাঙছে যোগী-মুনি-ঋষি ভাঙছে নৈঃশব্দ্য