ডাহুক-ডাহুকী
আজগর আলী


অনতিদূরে গাইছে একাকি ডাহুকী
এক নাম-শিরোনামহীন গান,
তুলাদণ্ডে দুলছে কেবল পরিমিত সুখের পরিমাণ-


একটা অতৃপ্তি ছড়িয়ে গেছে পাতায়পাতায়
আর এই বিজন বাগান-
নিতান্তই ঘুমহীন- অসুখ!
ঘুরছে দ্বারেদ্বারে
এখানে করুণস্বরে  ডাকছে আরেক বিরহী ডাহুক।      


------------------৷৷৷৷   --------------



কোমল সন্তাপ
আজগর আলী


এইসব দিশেহারা দুপুর
আলগোছে ভেঙে দেয় সকল প্রাকৃতিক জোড়সংখ্যা
একটি নিঃসঙ্গ মাছ- যেটি ভীষণ বিষণ্ন
লুকিয়ে থাকে কচুরির পদপুটে-
মুখ থেকে ঝরে পড়ে তার
কয়েকশো যিকির- যেন এক মোল্লা-  


অকস্মাৎ
তুলার আদর নিয়ে ছুটে যায়
তারহীন ইথার -
ছড়িয়ে যায় দ্বিধা আর কোমল  সন্তাপ-



  -------------  ******* ------------------


অতীত
আজগর আলী


পেছনে ফেলে এসে নিক্কন-কান্না
কেনইবা বাজাও এ বিরহবাঁশী-
কষ্টেরে করেছো কণ্ঠের হার
এখনইবা কেন বল বারবার সুখ ভালোবাসি-