দশখাটে শুয়ে আর বিশঘাটে নেয়ে
দিনশেষে দুফোঁটা গঙ্গাজল ছিটিয়ে মুখে মুখেমুখে আওড়ায় এরা মানবতার সব শুদ্ধতম স্লোগান-


জনতাও হাদার মত অপলকে চেয়ে থাকে
এসব মাকালের দিকে-
আর তৃপ্তির ফানুস ওড়ায় চোখেমুখে,
দুচোখে দারুণ অভিব্যাক্তি আঁকে কী মহান-


অথচ জিঘাংসার উল্কি এঁকে মুখে
এরাই দিকেদিকে উল্লাস করে মানুষের খুনে-


কয়-কয়টা মাথা-মুণ্ড-শির-মস্তক জমা হলো প্রাপ্তির ঘরে এরা মনেমনে তাহাই কেবল গুনে-


কার এত সাহস বলো এদেরেই আবার
বলে নাকি চরিত্রহীন!
এরাইতো রাজমদদপ্রাপ্ত এ যুগের মহানমহান সেলিব্রেটি দায়-দেনাহীন..