মাছরাঙাটি নাচছে কেমন /
ময়ূর ফুঁসছে রাগে-
বলছে ময়ূর এমন নাচতো /
আর দেখিনি আগে--


মরা পালক ঝরিয়ে বিলে /
উড়াল দিলো বক-
খলসেটারও জাগলো মনে /
খানিক ওড়ার শখ--


কোকিলের গান শুনে কানে /
কা কা করছে কাক-
গান কী ওরে আমিও পারি/
দিতে অমন  ডাক--


ঘাস ফড়িংয়ের তিড়িং বিড়িং/
দাঁড়িয়ে দেখছে খোকা-
ধরবো এবার গাপুশ করে/
নইযে আমি বোকা--


রোজ বিকেলে দোয়েলের শিস/
শুনতে লাগে ভালো-
সন্ধ্যা হলে জোনাক জ্বলে /
জ্বালিয়ে নিজের আলো--


বৃষ্টি এলেই দিঘীর জলে /
নামে খুশির ঢল-
পদ্মপাতায় বৃষ্টিফোঁটা/
টলমল টল ছল--


আকাশ পানে তাকিয়ে খুকি /
দেখছে মেঘের বাড়ি-
চলনা দাদু ওখানে যাই /
নইলে দেবো  আড়ি--


টিয়েরে তোর বিয়ে নাকি /
সাজলি এমন কেন-
রাজকুমারী ফুলমতি যায়/
নাড়িয়ে পেখম যেন--


ফিঙেরে তুই ঝিঙে লতায়/
জড়িয়ে কেন থাকিস-
মাছ মাংস দধি দেবো /
আমার বাড়ি আসিস--


এই হলো ভাই আমার দেশের/
এক টুকরো জলছবি-
রাতে হাসে রূপালী চাঁদ/
দিনে চমকায় রবি--