শুয়ে থাকি জলের আঙ্গিকে
পাথারে বিছিয়ে রাখি সব
                                 জলের আঁচল----
নুয়ে পড়ি ভুলের গৌরভে-
                                   ভুল অবিকল---


ইচ্ছায়                        অনিচ্ছায়
রাগে আর অনুরাগে
পাথরের বেদনা
                                 ঘাড়ে করে চলি---


চেতনার লাবন্য খোয়া গেছে
অন্ধকারের ধারাপাতে
                                             সেদিন---
যখন তখন
জেগে ওঠে চঞ্চুবাঁকা শীতআঁকা
                                 পাখিদের নামধাম--
আহতচোখ এর রোজনামচায়
অযথাই খোদাই করি
                                  দুঃখএর সর্বনাম----


মোমের কাঁচিতে কাটি
                                     মিথ্যার বৈভব---  শব
ধূসর উৎসব করি
বিলের শ্যাওলায় মেখে গাঙএর গন্ধ
এবঙ                     গানএর কলরব----


স্মৃতির পাটাতনে যতনে তুলে রাখি
আমাদের                  অস্পৃশ্য                 শৈশব--


মধুমাছি!
কানামাছি                       কানামাছি
এখন সময় বেজায় ধূর্ত আর অসীম নীরব--