আর কত
আজগর আলী


কী দিয়ে তোমায় দেবো  আরতি বলো
আর কত কী দেবো বলিদান?
কী দিলে তোমার হৃদয়বেদি সিক্ত হবে
তবে মিটবে সকল অবদান!


দিতেদিতে সব দিয়েছি হৃদয় নিংড়ে রক্ত
গলে না তবু পাথরহৃদয় এতই বুঝি শক্ত!


মন দিয়েছি ধন দিয়েছে মিটিয়েছি
সব প্রয়োজন--
তবুও কেন প্রিয়জন কেড়ে নাও
করছো কীসের আয়োজন-


প্রেমের জ্বালা বুঝি যখন সইছি ব্যথা বারংবার
আমার কাঁধে আমারই লাশ বইবো তবে
কত আর!


এবার তোমার খায়েশ ছাড়ো হউকনা যত দূরহ
নয় যে তোমায় গুনবো তালাক সইবো নাহয় বিরহ..



শান্তিনিকেতন


আজগর আলী


যারা লিখে রাখে এসব দুয়েকটা
মৃদুকথা জরিন হরফে-
ফুলে উঠে স্কন্ধ নবীশ-কবিদের কণ্ঠ
ভিজে আসে সজল বরফে-
একটি সাম্রাজ্যের ইতিহাস গোপনে
খেয়ে যায় মরাঘুণে
পুড়ে যায় শান্তগ্রাম শহুরে গলিসব
বিরল আগুনে-

ক্রমেই বেড়ে চলছে অপ্রাপ্তির খতিয়ান
ধারুণ সন্তাপে
ঝরছে অলক্ষ্যে ভুরিভুরি স্বপ্নরাশি
বিমর্ষ অনুতাপে-
আজও এখানে গীটারে যারা
সম্ভাবনার গান গায়
তারা কি মাহুত কিছু দেখেছিলো
অই পাহাড়ের গায়?
আজও কি বিলি করে দূর্লভ জ্ঞানসব
আমাদের সে শান্তিনিকেতন
আজও কি জড়িয়ে ধরে তারা তারে সে
বিমল নির্জন-