একটি আধপাকা ডুমুর থোকাচ্যুত এবং ভীষণ নিশ্চল-
হঠাৎই একটি দুরন্ত চড়ুই এসে ঠোঁটের আঘাতে নাড়িয়ে দেয় পরিচিত বৈরাগ্য
এবং ভেঙ্গে দিয়ে যায় ধ্যান-
কখনওবা বাতাস এসে গুনগুনিয়ে
শুনিয়ে যায়- পাতা ঝরার শব্দ
কিংবা আরও একাকীত্বের স্লোগান
এভাবেই বয়েস বাড়ে-


বুঝিবা নিচেই ছড়িয়ে রয়েছে সুন্দর-
আর- কী অদ্ভুতসব ক্রিসেনন্থিমাম-