বেশকিছুদিন আমি নির্বিঘ্নে ঘুমোতে পারি না
অন্ধকার এর কষাঘাতে
কোনো রকমে চোখ বুজে এলেই
হাজারও লাশের সারি
অগণন মৃত্যুর মিছিল আমার দুচোখে
আগুনের মত কী যেন মেখে দিয়ে যায়


আমি তখন তারস্বরে
ভয় ভয় ভয় বলে চেঁচাতে চাই
প্রতিবাদের মত মজবুত শক্ত কঠিন
কিছু একটা বলতে চাই
কিন্তু আমার কণ্ঠস্বর কিছুতেই সায় দেয় না আর
ভোকাল কর্ডগুলো কেমন নিস্তেজ হয়ে যায় বারবার


অগত্যাই আমি থমকে যাই


এইতো যেন কিছুক্ষণ আগেই
প্যালেস্টাইনি মায়ের বুক থেকে খসে
পড়লো স্তন্যপানরত ফুটফুটে শিশু


এইতো যেন ইস্কুলের বেঞ্চিতে ঝিমুতে থাকা
সিরিয়ান সব কচিকাঁচার দল
রাসায়নিক পারমাণবিক
চকোলেটের ফ্লেভারে ফ্লেভারে
ঘুমিয়ে পড়ছে চিরতরে


এইতো যেন একজন ইরাকি মা
তার মৃত শিশুকে জড়িয়ে জড়িয়ে
স্বগোতক্তি কোরছে আহা
আমার অবুঝ কচি সোনা
আর বুঝি কভুও কাঁদবে না


এইতো যেন ধেয়ে আসছে
একজন আফগান বালক
শুনছো শুনছো ওগো মা
দল বেঁধে মৃত্যুরাসব আমাদের দিকেই
এগিয়ে আসছে সব কিছু গুছিয়ে নাও না


এইতো যেন শোনা গেলো
মিগ ৩৫ এর ঘুমম ঘুমম  গর্জন
এখনই নামবে মৃত্যুর দূত
কার্যকর করবে অনিবার্য সব মৃত্যুর সমন


ক্ষণিকেই দুচোখের কোণে ভেসে ওঠে
গুয়ান্তানামো বে
আবুগারিবের কারগার
চিৎকার করে মৃত্যু ভিক্ষা
চাইছে বন্দীসকল
মৃত্যু দাও মৃত্যু দাও ওগো মৃত্যু দাও
আর যে পারছি না বিধাতা ইশ্বর


এসব দুর্যোগপূর্ণ ভয়াল স্বপ্ন দেখে দেখে
আমার রাতগুলোসব হয় কাবার
কিন্তু
আমারওতো সাধ হয়
একটি শান্তিপূর্ণ স্বপ্ন দেখবার


যেখানে একই টেবিলে বসে
চিন্তামগ্ন হয়ে
ট্রাম্প পুতিন কিম সালমান এরদোয়ান
আরও আরও বিশ্বনেতারা ভাবছেন
যুদ্ধ নয় কেবল মানুষের কথা