ফাঁদ


//আজগর আলী//


রাতের চাদর ফেঁড়ে-সোনামাখা ধানের খেতে-
ঝরে পড়ে একটি কিন্নর সকাল- চারদিকে শূন্যতা- ওপাশের জলাধার শূন্য তা-এখন এখানে জলের বড্ড অকাল।


তুলতুলে গায়ে সোনালী সূর্যালোক মেখে-
যখনই জেগে ওঠে দুফোঁটা রূপালি শিশির-
সকাল হলো বলে অদূরেই তিরতির করে ডেকে ওঠে-একটি নিঃসঙ্গ তিতির।


উত্তুরে হাওয়ায় কেঁপেকেঁপে ওঠে দুয়েকটা প্রবীণ ধানের পাতা-আহারের লোভে যেও না শালিখ ওখানেই রয়েছে আহা ধূর্তশিকারীর মরণফাঁদ পাতা।