ঝুলন্ত আলপিন


//—আজগর আলী—//


পাখির মেধার ভেতর
চুপচাপ বসে থাকে এক নিরুত্তর দরবেশ—
নিয়ত স্নায়ুর তারে ঝুলিয়ে দেয়
একগুচ্ছ ফুলকাঁটা—
কোথাও একটি দূরাগত
ব্যথার মত হু হু করে বেজে ওঠে ব্যাপক সৈন্যাস—
শেষ জংশনের মত
এই জনমানবহীন শীতে কেউকেউ শিখে নিচ্ছে
আত্মহত্যার কূটকৌশল—


অদূরেই বিউগল ফেটে
নেমে আসে রাজনীতির কূটিল পূর্বাভাস—
ক্রাচে ভর করে নেমেআসা
এইসব মাহুতকূল এবার  
বক্রী দাবী করছে আমরণ অনশনে—


এসব দৃশ্যে হাত বুলাতে বুলাতে
কেউকেউ ভুলে যায়
নিজেদের নামধাম বংশপরিচয়
দিন-মাস সাল-সাকিন—
কাজেই
অজান্তেই একটি ঝুলন্ত আলপিন
এঁকে নেয় জীবনের ক্যাপশনে—