চুপ করো সব বৈধ ইচ্ছেরা আজ
বাহিরে ওৎপেতে
বিবর্ণ শোক
সজ্জিত কালো পোষাক


ভেবেছো সুযোগ পেলে
ডানা মেলে
আবারও আকাশে উড়াল দেবে আজ!
চুপ করো
ডানা গুটিয়ে সেঁধিয়ে থাকো
আপন কোটরে
বাহিরে ওৎপেতে
বিবর্ণ শোক
সজ্জিত কালো পোষাক


ভাবছো অধিকার নিয়ে
জনতার মঞ্চে
শেখের মত দুর্দান্ত ভাষণ দেবে আজ!
চুপ করো
ভুলেও রেখো না মনে এমন হাবিলাষ
বাহিরে ওৎপেতে
বিবর্ণ শোক
সজ্জিত কালো পোষাক


মিছিলে মিটিঙয়ে
সরগরম শহর
হরদম রাজতোষণ চলছে
তল্লাটে তল্লাটে
বসেছে মহাভোজ উৎসব
নগরীর বাতাসে উড়ছে সব রঙীন ফানুস


ভাবছো
তোমাদের কতাখানাও
এ সুযোগে জানতে পারুক দয়াময় স্বরাজ!
চুপ করো এমনটা ভাবাও যে পাপ
বাহিরে ওৎপেতে
বিবর্ণ শোক
সজ্জিত কালো পোষাক