সুজলং সুফলং শস্য শ্যামলং বাঙলং এখন শত্রুশাপদের ঘাঁটি—
তুমি বলতেই কেঁপে ওঠে ছাপ্পান্ন হাজার
বর্গমাইলের মাটি—


তুমি বলতেই লাশের মিছিলে যিশু কচি-কাঁচা সোনা—
তুমি বলতেই স্বদেশি শকুনেরা
রক্তের আকরে এঁকে যায় ভিনদেশি আল্পনা—
তুমি বলতেই এক আকাশ স্বপ্ন মেঘের আড়ে লুকিয়ে দুঃস্বপ্ন
তুমি বলতেই আমাদের রাজপ্রাসাদ মাল্টিন্যাশনাল
ভোগ-বিলাসে মগ্ন—


তুমি বলতে ধেয়ে আসে উদ্যত বেয়নেট আপন পিতার খুনি —
তুমি বলতে অট্টহাঁসি উপহাসে বিব্রত
সঙ্গীত
মেঘ আর সাগর রুণি


তুমি বলতে সরল বিশ্বাসে আমাদের
ভালোবাসাগুলো লুট হয়ে যায়
দিনে কিংবা দুপুরে—
তুমি বলতে কাওমে লুতের পুরান পাপিরা হাজরে আসওয়াদের চারদিকে
খালি ঘুরে


তুমি বলতে বুকের ভেতরে
দাউদাউ করে এক আকাশ পোড়াশ্বাস—
তুমি বলতে হাহাকার করে
ছাব্বিশে মার্চ ষোলই ডিসেম্বর রক্তভেজা ন'টিমাস