আলোঢালা পথ
আজগর আলী


আমার হাত-পা কেটে নাও হে ধুরন্ধর মহাকাল মুছে দাও এইসব ঝটালো আয়ুরেখা,
এমন ব্যবস্থা করে দাও যাতে
আমার অবশেষও না যায় দেখা-


না হয় আমার চোখের কেন্দ্রবিন্দুতে
বিঁধে দাও কয়েকটি সুঁচালো পেরেক,
বিনিময়ে হেঁটে যেতে  দাও সেই
আলোঢালা পথে কেবলই বারেক-



বিস্ময়
আজগর আলী


জিন্দা ঈশ্বর মরে অনাহারে
এটা লৌকিকতা বৈ আর কী
হতে পারে?
মরা ঈশ্বরের ডালা ভরা থাকে থরে-বিথরে!


তোমার চারধারে
একটা মানুষও যদি মরে অনাহারে
হাজিসাব তোমার হজ্জ কীভাবে
খুশি করে অারশের খোদারে!