/—আজগর আলী—/


বহুদিন ধরে দূরে ধীবরের
বনপাশে কারা যেন ছড়াতেছে মরাগাঙের তীব্রতর সুবাস—
বাতাসের চলিষ্ণু করোটিতে বিঁধে দিচ্ছে মিন-মানুষের হা-হুতাশ—
খেয়াঘাটের চৌহুদ্দিজুড়ে
মন্ত্রমুগ্ধের ন্যায় বাবা দরবেশ
ক্বলবের গোপন হরফে একাকী বুনিতেছে যিকিরের অমোঘ সুন্দর—
ক্বুল হুয়াল্লাহু আহ্হাদ
শয়তান শয়তান
দূরে সরে যাও
কোহকাফ নগরীতে মানুষের অলক্ষ্যে—


কইলাতা সেতো বেশ দূর
তবুও দাদাজান থাকেন
ফিরে এসেই অ্যাডামসান জাহাজডুবির গল্প
জুড়ে দিতেন গ্রামের প্রতিটি কর্নারে—
আব্বাও যান—
দাদীজান বুকজুড়ে ফুকে দেন
ক্বুল হুয়াল্লাহু আহ্হাদ
শয়তান শয়তান
দূরে সরে যাও
কোহকাফ নগরীতে মানুষের অলক্ষ্যে—


মুরি মুড়কির মত একটি মড়ক ছড়িয়ে গেছে গ্রামের হলকুমজুড়ে
সমিরনের মার সাত-সাতটা রতন
মিলিয়ে গেছে অন্ধকারের গহীন ক্বলবে—


পাশের পরগনায় একজন সুফি থাকেন—
ক্বুল হুয়াল্লাহু আহ্হাদ
শয়তান শয়তান
দূরে সরে যাও
কোহকাফ নগরীতে মানুষের অলক্ষ্যে—


কইলাতা- কোলকাতা