মাটির ইতিহাস
পাথরের জীবনবৃত্তান্ত
পড়ে পড়ে আমাদের শৈশব কৈশর যৌবন
চাপা পড়েছে জীবনের গিরিখাদে।


একুরিয়ামবন্দী মাছেদের ভবিষ্যৎ গণনায় মগ্ন সবুজ ডানাঅলা সব লাল জোতিষ্ক।
চিন্তাশীল হুতুমপেঁচাদের মাহফিলে বিরতিহীন হা-হুতাশ। বেশার্ধেকরাত বিগত হয়েছে আঙুলের করে ।
কয়েকজন গোররক্ষী মানুষ আধেকখান পোড়া রুটির মালিকানা নিয়ে দাঁড়িয়ে আছে দূরে।
এখনও দেখা মেলে নি সেসব কাঙ্ক্ষিত যন্ত্রণার।
পাখা মেলে নি সূর্যখচিত পঙ্খীরাজ।


তাহলে
কে কোথায় কে কার
এমনসব মহান বাণী নিয়ে
কখনইবা হবে  নতুন সূর্যোদয়!
কখন আমাদের প্রাক্তন সুখগুলো ফিরে এসে
ঝেঁকে বসবে আমাদের ঘাড়ের শাখায়?


কখনইবা মানুষের রেকাবিতে  সঞ্চিত ব্যথাগুলোর নিরঙ্কুশ মালিকানা নিয়ে উধাও হবে ব্যাতিব্যস্ত শঙ্খচিল?কখন আকাশ তার ভারবহনের মধুর অক্ষমতায়
ঢেলে দেবে সব নীল?


তোমাদের অহংবোধের করুণ পরিসমাপ্তিতে আমাদের শোকাহত চোখের সামনে
কখনইবা জ্বলজ্বল করবে তোমাদের হৃদয়খচিত
প্রজ্জোল লাল তিল?