আজ নিয়মের চেয়ে
বেশ কয়েক পেগ বেশি করে
দেশি মাল পুশ করে বেরুলাম
বাংলা মটরের শুঁড়িখানা থেকে--


দেখলাম
মানুষগুলো


করে      ^
ভর        ^
মাথায়   ^


হেটে হেটে দৌড়াচ্ছে
আজিমপুরের গোরস্থানের দিকে



দি
কে


রাজপথে হা কোরে আছে
একাশিলক্ষ বিক্ষত যোনির করোটি---
গিরগিটির মত রঙ বদলাতে থাকা
বহুতল বিল্ডিংগুলো
একগাদা  নালিশনামা হাতে কোরে
লাইন ধরে এগুচ্ছে শিল্পকলা একাডেমির
বিপরীতে--- সেগুনবাগিচার দিকে


হঠাতই দৃশ্যপটে  
বেজে উঠলো
এস্রাজের বেহাগ
চুমু বিনিময়ের অপরাধে
ফাঁসির দণ্ড নিয়ে পালিয়ে বেড়াচ্ছে
বিথোপেন মোজার্ট


"টেকনাফ থেকে তেতুলিয়া
রূপসা থেকে পাথুরিয়া"
নষ্ট গোলাপের ভুল ছোবলে
তন্বী রমণীরা বুড়িগঙ্গার কালো বুকে
একে একে বিসর্জন দিচ্ছে
নথ ও নাকফুল---


ফুলের কলিগুলো শাদা থানে মুখ গুজে
চিৎকার কোরছে
বাপ
বাপ
বাপ


একী ভুল দেখছি নাতো


কেন্দ্রীয় ঈদগাহ!
কোরে        ^
শুরু           ^
থেকে         ^
সদরঘাট    ^


গণভবনের উত্থিত শিশ্নের চারদিকে ঘুরে
ঘুরে জিকির করছে
    
    জয়   জয়   জয়
   জয়              জয়
  জয়         |         জয়
      জয়                  জয়
        জয় জয় জয়
                      


এদিকে একশোটা গাঁজার পুটলি বুকে
গোটা---
কিশোরগঞ্জকে সিথানে দিয়ে
উত্তরদিকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে
স্বয়ং বঙ্গভবন --