©


হে বৃত্তাবৃত
মুখোশের জলছবি----                 তৃষ্ণা!
হে অনাবিষ্কৃত
অন্তরালের ফুল---  কারুকর----
বাতাসে অঙ্কিত
আলোছায়া-রঙধনুশোভা;
যেনবা আঁধারের চিরঅভীপ্সা আঁকা
দূর----দিগন্তরের তনুর উপর-----


তোমাকেই বেঁধেছি অবচেতনে
চেতনার সূক্ষ করোটিতে--
রেখেছি যতনে
উন্মেষের উত্থান বরাবর----
বুঝিবা তোমাতে দেখেছি---- আমি
শুরু থেকে শেষতম বিভা
তোমাকেই ভেবেছি
ভাবনার অসীম  চরাচর---


তুমি মহামায়া
মহাপ্রেম
মধুরদ্বন্দ্ব----  মহাসংশয়----
তোমার সুতীক্ষ্ণদৃষ্টিপাতে কেঁপেকেঁপে উঠে
শরীরের সুপ্ততম কণ্ঠ
নেচে উঠে হৃদয়ের হিম হিমালয়---         সাগর----