এরা সে মৌসুমিপাখি আসে আর যায়-
খুঁটেখুঁটে খায় আমাদের তুলেরাখা সব ধান-
সাবধান! সাবধান!
এরা সবখানে যায়- সবকিছু খায়-
আর ছেখেছেখে দেখে কার কীযে স্বাদ-


ফুরালে সময় কীবা আসে দুঃসময়
ঠোঁটের আঘাতে এরা ফুটো করে দিয়ে যায় খাবারের থাল
অবশেষে তালগোল পাকিয়ে শুধু রটায় অপবাদ-


কোকিলইতো নয় শুধু কালো কাকওতো সমান
চিনে রাখো ভাহে
আর তবে নহে
সাবধান! সাবধান!
মাথায় তুলো না জুতো তার হোক যত মান-