একাত্তর তেল---- চব্বিশ তেল---
যমুনা তেল----- মোহনা তেল---
আই তেল---- এস এ তেল---
এটিএন তেল---- হ য ব র ল তেল---
প্রথম দ্বিতীয় থেকে শুরু করে
কাল ও যুগান্তরের তেল----
প্রতিদিনের তেল-----
সাপ্তাহিক  মাসিক পাক্ষিক কিংবা ষাম্মাসিক তেল----
মধ্যপ্রাচ্য নয়---
বরং
স্বয়ং বাংলাদেশের খনিতেই এখন পাওয়া যাচ্ছে
নগদে প্রায় সাড়ে একচল্লিশশো প্রকারের
নিরাকার তেল-----


এসব তেলের হাজারো খনি শ্রমিকেরা
রাত দিন এক কোরে
এসব খনি থেকে উৎপাদিত ব্যারেল ব্যারেল তেল
শোধন পরিশোধন
এমনকী কোনোরূপ মাপ-পরিমাপ ছাড়াই
অনবরত ঢেলে যাচ্ছে---
গোপালগঞ্জ অভিমূখে---



দি
কে


এসব বাহারী তেলের কুসুমকুসুম পরশে  
মধুর আবেশে
গোপালগঞ্জের প্রতিটি ইঞ্চি মাটি
গাছ পালা
কীট পতঙ্গ
এমনকী
শিয়াল কুকুরেরাও
কেঁপে কেঁপে উঠছে বর্ণনাতীত সুখে-----



ন্য
দি
কে
অসম বন্টনের ভীষণ প্রভাবে
তেলের স্বর্গে জন্মেও নাকি
দেশের অারসব প্রাণীরা চরম অভাবে
মরছে ধুঁকেধুঁকে---