এই রাত এবং ফুটেথাকা হাসনাফুল
এবং গন্ধললুপ ভ্রমরেরা
সকলই অর্থহীন
যদিনা তোমার ওষ্ঠ বেয়ে
একফোঁটা শিশিরজল গড়িয়ে পড়ে—


এই সুরাপাত্র সাকিসঙ্গ
পানশালা কিংবা বহুধারঙের শরাবপানি
নিমেষেই পানসে লাগে
যদিনা তোমার চোখ থেকে ছুটে  আসে
শ্লেষাত্মক ভ্রুকুটি


এই মন্দাক্রান্তা ছন্দ কিংবা
কবিতা!
কবির গভীর প্রণয়
সকলই কেবল ভান মনে হয়
যদিনা তোমার হৃদয় হতে
উৎসারিত একটি
গোপন কথা  আমাকে বৃথা বৃথাই ব্যথা দেয়...