প্রতীক্ষা


//আজগর আলী//


একটি ট্রেন ছাড়বে বলে ফ্ল্যাটফর্মে এসে প্রতিদিন দাঁড়িয়ে থাকে / কাকে যেন নিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো সে/ বেজে যায় হুইসেল সিট্টি-- নিরন্তর / ট্রেনটি ছাড়া হয় না আর/ কাকে যেন পার করে দিবে ওপারে / কাকে যেন নামিয়ে দেবে অচেনা জংশনে-/


প্রতিদিন একটি পথ আগলে দাঁড়িয়ে থাকে একজন পথিক/ দূর থেকে একটি বাঁশী বেজে ওঠার কথা-/ তারপর নিকট থেকে নিকটতর / আরও সন্নিকটে এসে একটি গানে মিশে যাওয়ার কথা তার/ একটি কণ্ঠে উঠার কথা অজানা উচ্চরাগ /


তারপর ট্রেনটি ছাড়ার কথা / গানটিও বাজার কথা তারপর / প্রতীক্ষা শেষ হয় না আর / প্রতীক্ষা অম্ল/ প্রতীক্ষা মধুর/