রেণু
এদেশে জন্মনেওয়া কোনো পাপ ছিলো না তোমার... সবুজের মাঝে লাল যখন
জ্বলজ্বল করে জ্বলতে থাকে দেশটাকে মনে  হয় ছাপ্পান্নহাজার বর্গমাইলের একটি টকটকে জবা— জবা তোমার প্রিয়ফুল বলে রুহের জগৎ থেকে সোজা লাফিয়ে পড়েছো লোভে!
এতে আর তোমারইবা কী দোষ!
ফুল ভালোবাসায় ঈশ্বরের তরফ
থেকেতো কোনো নিষেধাজ্ঞা ছিলো না....


কিন্তু তুমিতো জানতে না
লাল !  লাল কী খালি জবাই হয়....


ভীনদেশী শকুনের বিষাক্ত নখর এদেশের তলপেট যখন খামছে ধরেছিলো......
দীর্ঘ নমাস টেনে হিঁচড়ে শকুনের নখর থেকে দেশটাকে উদ্ধার করে
বাংলাঅভিধানে আমরাই লিখে
দিয়েছিলাম লাল মানে রক্ত... লাল মানে খুন।
যেহেতু ফুল ভালোবাসা কোনো পাপ নয় তোমার কোনো অপরাধই নেই
জন্মযন্ত্রণার স্মারক হিশেবে
আমরাই ভালো বেসেছিলাম রক্ত
আমরাই ভালো বেসেছিলাম  খুন


ভীনদেশী শকুনের প্রেতাত্মা এখনও চক্কর মারে আমাদের মাথার উপর
তাদের বিষ-নিশ্বাসে
এখনও পুড়ছে জনপদ—দাউদাউ
করে জ্বলছে রক্তের আগুন।
আমরা আরও কোটিকোটি রেণুকে
হত্যা করবো...
রেণু
আমাদের ক্ষমা করো বোন....