শান্তি আলোচনা


///আজগর আলী///


নিরীহ খরগোশের নিষ্পাপ রক্তছাপ / সেঁটে আছে হায়েনার দাঁতে//


লাখোকোটি দীর্ঘশ্বাসের কুণ্ডুলিরাশি নিরুপায় ঘুরছে আকাশে বাতাসে/ আহত ঘাসের চোয়াল মাড়িয়ে/ চতুর শেয়ালের পাল/ দল বেঁধে ছুটেছে হায়েনা সকাশে/ নিষ্ফল শান্তিআলোচনা শেষে----


বাহারী সব খাবারের মেন্যু / জুড়ে আছে
ইহাদের পাতে//


কোপাল খুলেছে বলে ভেটকি দিয়েছিলো / যেসব জ্ঞানপাপী পাখি // তাহাদেরই মুখে আলকাতরায় এঁকে দেয়া হলো / জন্মভূমির বিচূর্ণ মানচিত্র/ এ লজ্জা কোথা রাখি?//