ঠোঁটের আঘাতে কে যেন ভেঙে দেয়
একফোঁটা শিশিরের ধ্যান-
হীরার দ্যুতির মতন ছড়ায়
ফোঁটাফোঁটা বাতাসচারী ঘ্রাণ-


যা থাকে সঞ্চিত এইসব ভোরের করপুটে
কৌশলে মধু-মাছিরা সেসব গোপন মাধুরী নেয় লুটে-


বিকেল এলে বিমলা কাশফুল খুলে ঋতুর কোমল অভিধান
অকস্মাৎ ছেয়ে যায় ছাদগামী সুনশান সন্ধ্যামালতীর বাগান-