শীত


//আজগর আলী//


নৈশব্দ্যের করাত ছিড়ে ফেলেছে সব ভাষাজ্ঞান/এরপর আর কোনো শ্রাব্যমান ভাষা নেই/তাহলে এরা কি ঋতুর উদর থেকে বের হয়ে আসা সে সব যুক্তাক্ষর?/ ফুল ফোটার আগে যারা ছড়িয়েছিলো অংকের মত সুনসান শীত / মূলতঃ তারপর আর কোনো ফুল নেই/এরপর সারাদিন ঘুরেঘুরে সন্ধ্যার ঘুঙুর পরে বেদনারা ফুটেছিলো/ আর, নিমগ্নপ্রায় জাহাজের মাস্তুল ভেঙেছিলো সাগরের কঠিন ব্যাকরণ / অতঃপর বিষণ্ণ নাবিকের দল মৃত্যুদণ্ড মাথায় করেই-/ তাদের প্রেমিকার কাছে চিঠি লিখেছিলো সেতারার চলিষ্ণু হরফে/