জয়-পরাজয়


কতটা পথ হাটলে পথিক বলে তারে আর!
কতটা ভালোবাসলে প্রেমিক হওয়া যায়?
কতটা অভিনয়! কতটা ভালোথাকা রপ্ত করলে পরে- সুখীমানুষের খেতাব মিলবে বলো...
কতটা আঘাত পেলে গলবে চূড়া হিমালয়?
কতহাজার আলোকবর্ষ দূরে তোমার নীলয় বলো?
আর---
কতটা অভিকর্ষে কাছাকাছি হবে জয়-পরাজয়.........



মরছি হামেশা--


মরছি হামেশা--- জলেস্থলে বাতাসে অক্সিজেনে বেঁচেবেঁচে মরছি ----খাদ্যের প্রোটিনে ---
দরকারী ভিটামিনে---- মৃত্যুর রসদ হরদম শুধু গিলছি--- জীবনচক্রের মধ্যে ঘুরেঘুরে কেবলই আমরা মরছি---



আর কত!



কথা ছিলো অনেকঅনেক অন্ধকার শেষে
একদিন মিলবেই অালোর দেখা,
কথা ছিলো লাশের মিছিল যত দীর্ঘতর হবে
ততই স্পষ্ট হবে বিজয়ের বলিরেখা
তাইবলে এ সুপারসনিকের যুগেও
আমাদেরকে গুনতে হবে একশোটি আঙুলের কর.......!