সমালোচনা
আজগর আলী


যে কথা বলেছিলো বনের তিতির
কিংবা ধইঞ্চার শাখা
তোমার কোমল কানের দুলে-


যে কথা বলেছিলো নরমশিশির
কিংবা ঘাসফড়িঙএর পাখা
তোমার নূপুরপায়ের বেদিমূলে


যে কথা চুপচাপ বলেছিলো রূপকথারা
চৈত্রের অলস দুপুরে
যে কথা বলেছিলো পাগলবাউল
লোকজ গানের সুরে


যে কথা বলেছিলো ক্লান্তগোধূলি
কিংবা দীঘির স্ফটিক জলকণা
যে কথা বলেছিলো  জোনাকি
কিংবা অবাক জোছনা-


সুলোচনা
সে কথা বললেই আমি গ্রামেগঞ্জেপাড়ায় বেবাকখানে রটে যায় তুমুল বদনাম
সমালোচনা-