মাড়ায়ে এসেছি বিক্ষুব্ধসব--  পথের বাঁক। ক্ষুরাঘাতে উড়ায়ে এসেছি মহাযুদ্ধের মাঠ- ধুলায়। বিজিয়াছি তাজ
লভিয়াছি খেতাব।ধনমানজ্ঞান অমৃতসব।                        দুচোখভরে লুটিয়াছি সীমাহীন আলোর উৎসব।


নিরীক্ষিয়া দেখিয়াছি। হাজারবছর ধরে- যা আমি চাই, নাই-------- হায়! এসবে তার কিছুই নাই।
শুধু তোমার সুউচ্চ যুগল শৃঙ্গ--সুউত্থিত দুটি বর্তুল দানা
ছেড়ে দাও---- সব বাঁধ। খুলে দাও---- সকল সীমানা।


মেলে দাও-- দ র জা---      জা না লা----


বিছিয়ে দাও---
হাত
পা ---- সিঁড়ি
মগজ
মেজাজ সব----


আমি উড়বো সে অশালীন আকাশে--- তোমার। মেলে দেবো অক্টোপাসের লুকানো ডানা। মানুষ নয়! মানুষ নয়--- আমি। আমি---- ক্ষুধার্ত শিকারী বিহঙ্গ।