ভেসে যাচ্ছি.......


জ্বরের ভেতর ঘোর আর ঘোরের ভেতর তুমি
শিরার ভেতর বইছে নদী নদীর জলে আমি
মনের জোরে চলছে গাড়ি মন ছেড়েছে বাড়ি
প্রেমের সাম্পান চলছে ছুটে প্রেমিক যে আনাড়ি



ফুলের আঁচল


এখন এখানে উড়ছে আলোর পাপড়ি
জোছনা মুছে দিয়ে গেছে রাতের কাজল।
চোখের কোণে জমছে ঘুমের ঋণ সব ;
আজ হাওয়ায় ভাসছে যেন ফুলের আঁচল।



গোলাপের কানেকানে


কী লিখবো কী লিখছি কীই বা আছে আর মনে
উড়ছে এক অপরিচিতা শঙ্খচিল দূরের বাগানে
জ্বলছে জোনাকি
সে কী! সে কি সে নাকি?
চতুর মৌমাছি কোন সে কথা গানেগানে
বলছে  নিবিড় গোপনে গোলাপের কানেকানে....