আমি এই নষ্টশহরের ভ্রষ্টগলির বর্বর গহব্বরে বেড়েওঠা এক ব্যর্থ প্রেমিক-
তুমি ফিরিয়ে দেওয়ার পর থেকে
বস্তুতঃ মূলতঃ এবঙ কার্যত
আমার আর কোনো জাগতিক অভিলাষই নেই...
তবুও তোমাকে দেখলে
হ্যাঁ,তোমাকে দেখলেই আমার কবিতা হয়ে যেতে মন চায়...
তুমি যে কবিতা ভালোবাসো!.


তোমার টোলপরা গালের স্পর্শ পাওয়ার ইচ্ছেতো আমার মাঠেই মারা গেছে
তবুও তোমার আনমনে আবৃত্তির ছলে কবিতার পঙতি অনুপ্রাস অন্ত্যমিল যমক শ্লেষ কিংবা উপমা উৎপ্রেক্ষা হয়ে হলেও তোমার ওষ্ঠে যদি ওঠে হাড্ডিমাংসচর্বিসহ আমার চোখকাননখ এমনকি হৃৎপিণ্ডও..


নিজেকে বুঝাতে পারবো
হ্যাঁ,অন্তত নিজেকে শান্তনা দিতে পারবো
হ্যাঁ, আমি তোমাকে ছুঁয়েছি...
তোমাকে পাওয়ার ঔদ্ধত্য দেখানো
হয়তো আমার সাজে নাহ
তোমাকে ছোঁয়ার আনন্দে আমার
আয়ুরেখা যদি দীর্ঘায়িত হয়!
কবিকে ভালো না'ই বাসতে পারো
জানি তুমিতো কবিতা ভালো বাসো
হ্যাঁ, তাই, ঠিক তাই
হ্যাঁ, তোমাকে দেখলেই আমার আপাদমস্তক কবিতা হয়ে যেতে মন চায়..৷