তৃণবাদী রাখাল


/-আজগর আলী-/


শীতার্দ্র রাতের হলকুম থেকে
সহসাই ঝরে পড়লো ধোঁয়াচ্ছন্ন ভোর—
সদ্যছেঁড়া তারের ন্যায় কাঁপিতেছে
পাড়ার সবচে প্রবীণ লোকটার
বয়স্ক হাড়গোড়—
অদূরে রূপোর দানার মত শিশিরের কণারা
ঝুমকোর আদলে ঝুলিতেছে শিমগাছের আধমরা পাতায়পাতায়—


ধূলিওড়া পথেপথে জমিতেছে অজানা
পথিকের পদচিহ্নের ঋণ—
সরিষার খেতগুলো জ্বলিতেছে
হলুদাভ আগুনের ন্যায়—
পানসীপালের মত
নীল পাতলুন উড়িতেছে বাতাসের চলিষ্ণু ডানায়—
এমন ফাঁস হওয়া অগণন দৃশ্যের পুটলি কাঁধে
গরুর পালের মত
গোধূলির পিছধাওয়া করছে একজন তৃণবাদী রাখাল—