শোণিতের ধারাকে দুভাগ করে কলের লাঙলের ফলার মতো ছুটেই চলছে
একটি সুস্পষ্ট তর্জনী..
একটি স্বতস্ফুর্ত ব্যথাকে
কাঁধে করে দৌড়াচ্ছে মহাকালের খেয়া....


আত্মধিক্কারের প্রাগৈতিহাসিক স্বরে
চিৎকার করছে একজন করুণকণ্ঠপিতা
অভিযোগ নয় তুমুলাক্রোশে ফেটে পড়ছে
যিশুবৎ শিশু!
তরুণ যুবা কিংবা আবালবৃদ্ধবনিতাও...


যে ছেলেটি বৃষ্টি, রঙধনু কিংবা রঙপেন্সিল
দেখলেই আশ্চর্যান্বিত চোখে
বিষ্ময়বিমুঢ় হয়ে যেতো
সে ছেলেটিও
আর কিছুতেই যে ভ্রু কুঁচকায় না...


আকাশফাঁড়া বিকটার্তনাদে গোঙিয়ে যাচ্ছে
অসহায়ইতিহাস...
ইউফ্রেটিস
টাইগ্রিস
শাত-ইল-আরব
থেকে
মেসোপোটেমিয়া
কিংবা সিন্ধু ইরাবতী....


ভলগা
সীন
রাইনি  কিংবা
মিসিসিপি মিসৌরি আমাজনের
বহতাজল তার
উজ্জ্বলসাক্ষী....


ক্ষমতা! কি ক্ষমতায়ন!
পিতার খুনের সাথে বেঈমানি!
এতো নস্যি কেবল...


ক্ষমতায় বসে থাকতে
কিবা
ক্ষমতায় বসে যেতে
আত্মজাত সন্তানের হাতেইতো
জীবন.....
হ্যাঁ জীবন দিতে হয়েছিলো
প্রবলপরাক্রমশালী অনেক পিতাকেও।