আমিতো চলেই যাব,
থাকবে পরে সবি,
কেউ যাবে না সাথে আমার
রবে শুধু স্মৃতি।
দিনের সুর্য রাতের তারা
তোমাকে ই দিব,
যাবার বেলা বাঁশের ডালা
সঙ্গে নিয়ে যাব।
শরতের কালের কাঁশবন পাখিদের গান
রইল তোমার জন্য,
বর্ষার বৃষ্টিতে শীতের কুয়াশায়
ভাল থেকো গো অনন্য।
নাইবা দিলাম কবিতা আমার
তোমায় উপহার,
যা দিয়েছ পেয়েছি যতেষ্ট
জীবনে আমার।
আমার পোষা পাখির সাথে
খেলিও খেলা দিনভর,
তাদেরকেও বাসিও ভাল
হয়ে যেও উদার।
আমার বাগানের শোভাহীন
ফুলগুলো ভাল লাগে যদি,
ঘ্রান কম হলেও  তাদের
আঁচলে রাখিও বাঁধি।